এসএসসিতে আইডিয়াল ইনস্টিটিউটের তাক লাগানো সাফল্য
এসএসসি’২০২৩ ফলাফল
আইডিয়াল ইন্সটিটিউট শতভাগ পাশ
প্রায় সব বিষয়ে ৯০ নাম্বারের উপরে, মোট ১২০৩ নাম্বার পেয়ে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শফিকুল ইসলাম সাহেল-শফিক মিয়ার কঠিন জীবন পাড়ি দেওয়ার গল্পের সূচনা ————–
ছেলেটা চতুর্থ শ্রেণীতে পারিবারিক কঠিন বিপর্যয়ের মুখোমুখি হয়ে ( মাকে হারায়, জীবিত থেকে ও নেই)
তার এক আত্মীয় তারা তিন ভাইকে আইডিয়াল ইন্সটিটিউট, বাংলাবাজার নিয়ে আসে।
ভর্তি পরীক্ষায় ভাল না করায় তাকে ৫ম শ্রেণিতে ভর্তি না দিয়ে চতুর্থ শ্রেণীতেই রেখে দেওয়া হয়।
তার পিতা দেশের বাইরে থাকায় পিতা-মাতার দায়িত্ব পালনের পাশাপাশি সবচেয়ে সৎ,আদর্শবান ছাত্র হিসেবে গড়ে তোলার এবং তার ভিতরে বিরাজমান সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে থাকি।
আলহামদুলিল্লাহ, সমমানিত স্কুলের স্যারদের আপ্রাণ প্রচেষ্টায়, সম্পূর্ণ স্কুলের তত্ত্বাবধানে বাহিরে কোন ধরনের কোচিং,, প্রাইভেট না পড়ে বিজ্ঞান বিভাগ হতে একটি বিষয়ে ৮৮, বাকী সব বিষয়ে ৯০ উপরে নাম্বার পেয়ে মোট ১২০৩ নাম্বার নিয়ে Golden A+ অর্জন করে।

এস এস সি পরীক্ষা দিয়ে সবাই বাড়ি চলে গেছে কিন্তু ছেলেটা (চেয়ারম্যান সাহেব, আমি নাম দিয়েছিলাম) হোষ্টেলে আমার সাথে থেকে গেছে, অনেকটা বাপ-সন্তানের সম্পর্ক।
সুতরাং শিক্ষক বাপের সাথে ফলাফল প্রকাশ পর্যন্ত হোষ্টেলে থেকে গেলেও ফলাফল পেয়ে আমার হতে, তার স্কুল ও স্যারদের হতে হয়তো অনেক দূরে চলে যাবে।
১০ বছর বয়সে এসেছিল যে ছেলেটি এখন ১৮ বছর বয়সে মোট ৮ বছরে সত্যি পিতা -সন্তানের গভীর সম্পর্ক গড়ে উঠেছে।
ছেলেটা ফলাফল পেয়ে হয়তো ভবিষ্যৎ জীবন গড়তে স্বপ্নের পানে ছুটে যাবে আমাদের ছেড়ে।
কিন্তু দোয়া ও ভালবাসা থাকবে অনন্তকাল।
আমাদের স্কুলের সব শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সম্পর্ক পিতা- সন্তানের সম্পর্ক।
এখনো তার পিতা এবং সৎ মা যিনি এই সন্তানের প্রতি খুবই যত্নবান ও দায়িত্ববান ছিলেন সৌদি আরবে।
আমি তার পিতা ও সৎ মার প্রতি কৃতজ্ঞ যারা অতি আস্থা রেখে ছোট ছেলেটাকে একেবারে অসহায় অবস্থায় আমাদের হাতে তুলে দিয়েছিলেন।
আল্লাহর অশেষ রহমতে চরিত্রে, আদর্শে, মেধায় মননে একজন সফল ও স্বপ্নবান ছাত্র হিসেবে তার পিতা-মাতার হাতে ফেরত দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।

বিভিন্ন অনলাইন নিউজে আইডিয়ালের সাফল্যগাথা
এসএসসিতে আইডিয়াল ইনস্টিটিউটের তাক লাগানো সাফল্য
আইডিয়াল ইনস্টিটিউট এন্ড কলেজে এসএসসিতে শতভাগ পাস
আইডিয়াল ইনস্টিটিউটের সেরা সাফল্য